ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঘরোয়া হোটেলের মালিককে গ্রেফতার দাবি

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ঘরোয়া হোটেলের মালিককে গ্রেফতার দাবি ছবি: সোহাগ শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হোটেল কর্মচারী কিশোর রিয়াদকে হত্যার ঘটনায় মতিঝিলের ঘরোয়া হোটেলের মালিক সোহেলকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও শ্রেণী পেশাজীবিরা।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।



মানববন্ধন থেকে বক্তারা বলেন, কিশোর রিয়াদ হত্যাকাণ্ডের পর চারদিন অতিবাহিত হলেও খুনি সোহেলকে গ্রেফতার কারতে পারেনি পুলিশ। এমনকি সোহেল যে পাজেরো গাড়িতে নিয়ে রিয়াদকে খুন করে এবং লাশ ঢাকা মেডিকেলে পাঠায় সেই গাড়িটিও জব্দ করতে পারেনি পুলিশ।

এতে ‘পুলিশ আমার পকেটে’ সোহেলের এমন দম্ভোক্তি সত্যি প্রমাণিত হতে চলেছে উল্লেখ করে বক্তরা বলেন, পুলিশ আসলে রিয়াদের খুনি সোহেলকে যে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করছে।

সোহেলকে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, খুনি সোহেলকে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সহায় সম্বলহীন এতিম কিশোর রিয়াদ’র খুনের সুষ্ঠু ও ন্যায় বিচার প্রাপ্তিতে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

সোহেলকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রভাবশালী মহল বড় বাধা বলেও মানববন্ধন থেকে অভিযোগ করা হয়। এ জন্য কিশোর রিয়াদের হত্যাকারীদের গ্রেফতারে মানবাধিকার কমিশনের মাধ্যমে আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।
 
মানববন্ধনে সুশাসনের জন্য প্রচারাভিযান’র (সুপ্র) পক্ষে মোয়াজ্জেম হোসেন, ইপসার মো. নাজমুল হায়দার, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্টের সৈয়দা অনন্যা রহমান, সুদিন’র তারিক আলী, বাংলাদেশ হোটেল ও রেস্তোরা শ্রমিক জোটের মো. আনোর হোসেন, বাংলাদেশ হোটেল ও রেস্তোরা শ্রমিক লীগ ঢাকা মহানগরের শেখ সোলায়মান কবির প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআইএইচ/এএসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।