ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর শ্মশানঘাট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মোহাম্মদপুর শ্মশানঘাট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে কার্টনের ভিতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর একটার দিকে মোহাম্মদপুর আজিজখান রোডের শ্মশানঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ‍বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে আজিজখান রোডের শ্মশানঘাট থেকে বাদামি রঙের একটি কার্টনে মৃত নবজাতকটিকে পাওয়া যায়। মরদেহটি সাদা সুতি কাপড় দিয়ে মোড়ানো ছিল।

তবে কে বা কারা জন্মের পর শিশুটিকে ফেলে রেখে যায় তা জানা যায়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এএস/এমআইকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।