ঝিনাইদহ: ঝিনাইদহে মিম আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ওয়াড়িয়া গ্রামের শ্মশানঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিম ওয়াড়িয়া গ্রামের ইদবার আলীর মেয়ে। সে ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
গ্রামবাসী জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ওই গ্রামে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। শনিবার বিকেলে ওয়াড়িয়া গ্রামের শ্মশানঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড