লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলামকে মোবাইলে ফোনে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শনিবার (৩১অক্টোবর) দুপুরে তিনি বাদী হয়ে আদিতমারী থানায় এ জিডি করেন।
শুক্রবার রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা মহিলা লীগের নেতা পরিচয়দানকারী এক নারী মোবাইল ফোনে তাকে হুমকি দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আকতার বাংলানিউজকে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আদিতমারী ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৩ পরীক্ষার্থী বহিষ্কার করেন ইউএনও। পরে রাতে মহিলা লীগের নেতা পরিচয়ে এক নারী ইউএনওকে হুমকি দেন।
পুলিশের পক্ষ থেকে ওই নারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে বলে জানান এসআই।
এ বিষয়ে ইউএনও জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জিডি করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর
** আদিতমারীতে ২৩ পরীক্ষার্থী বহিষ্কার, ইউএনওকে হুমকি