ঢাকা: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোর সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মাধ্বগৌড়ীয় মঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সার্ক কালচারাল সোসাইটি মৈত্রী উৎসবে আগত অতিথি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌগত রায় বলেন, বাংলা ভাষাভাষী অঞ্চলের সাহিত্য সংস্কৃতি একই, আমাদের রবীন্দ্রনাথ-নজরুলও একই। আমাদের সম্পর্ক হতে হবে আরও প্রাণবন্ত। বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক বিনিময়ে যে বাধা রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কিছু লোক রয়েছেন যারা সবসময় ভারতবিরোধী স্লোগান দিয়ে স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশ-ভারত সম্পর্ক নষ্ট করা যাবে না, এ সম্পর্ক পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমরা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চাই, বিশেষ কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে নয়।
হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক সুকমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা বিজয় কান্তি সরকার, অপর্ণা রায়, ঢাকা মহানগরীর সভাপতি নিতাই ঘোষ, ত্রিপুরার বিরোধী দলীয় নেতা সুদীপ রায় বর্মণ, বিজেপি’র মুখপাত্র অ্যাডভোকেট অরুণ কান্তি ভৌমিক, ত্রিপুরার জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে ভারত থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট ও উত্তরীয় দেওয়া হয়।
সভা শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এইচআর/এসএস