ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টিআইবির বক্তব্য পক্ষপাতমূলক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআইবির বক্তব্য পক্ষপাতমূলক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: জাতীয় সংসদ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মন্তব্যকে শুধু অতিরঞ্জিত নয়  পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব অর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।



তিনি বলেন, ৩০ লাখ প্রাণের বিনিময়ে এ সংসদ। একটা স্বাধীন সার্বভৌম সংসদ নিয়ে স্বাধীনতার পক্ষের কোনো শক্তি এমন মন্তব্য করতে পারে না।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।