রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হৃদয় (১৪) নামে এক কিশোরকে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণবাগে নির্যাতনের এ ঘটনা ঘটে।
পরে, শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ চার জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে হৃদয় নামে এক কিশোর দক্ষিণবাগ পূজামণ্ডব এলাকায় ঘুরতে যায়। রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ মনির মাস্টার, সুজন, আসাদ, আজিজুলসহ ৮/১০ জন হৃদয়কে আটক করে বেঁধে শারীরিক নির্যাতন চালায়।
শনিবার দুপুরে নির্যাতনের শিকার কিশোর হৃদয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে টানমুশুরী এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন হৃদয়সহ তার পরিবারের উপর ফের হামলা চালায়।
এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে স্থানীয় হৃদয়, তার মা নাছিমা বেগম, প্রতিপক্ষ হাসিনা বেগম ও হাফিজুল ইসলাম আহত হন।
পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড