মানিকগঞ্জ: প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, এবতেদায়ি মাদ্রাসা ও এনজিও পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানিকগঞ্জ ও পার্শ্ববর্তী জেলার ৮৮ জন শিক্ষা প্রশাসনিক কর্মকর্তা এ পরিদর্শনে অংশ নেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বাংলানিউজকে বলেন, ছাত্র-ছাত্রীর ভর্তি ও উপস্থিতি নির্ণয়, বই বিতরণ ও চাহিদা, উপবৃত্তি, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা যাচাইয়ের লক্ষে ঘিওর উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
সকাল ৯টার দিকে উপজেলার বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শকদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বানিয়াজুরী, নালী ও বালিয়াখোড়া ইউনিয়নের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেনসহ এবতেদায়ি মাদ্রাসা ও এনজিও পরিচালিত স্কুল পরিদর্শনে বের হন পরিদর্শকরা।
এছাড়া, উপজেলার ঘিওর, বরটিয়া, সিংজুরী, পয়লা ইউনিয়নের সবগুলো বিদ্যালয় পরিদর্শনের আগে ঘিওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শকদের সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে চারটি ইউনিয়নের স্কুল পরিদর্শনে বের হন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমজেড