ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকতার প্রকৃত মাধ্যম অনলাইন মিডিয়া

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সাংবাদিকতার প্রকৃত মাধ্যম অনলাইন মিডিয়া ছবি: সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অনলাইন মিডিয়া সাংবাদিকতার প্রকৃত মাধ্যম বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন সাংবাদ মাধ্যমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



কামরুল ইসলাম বলেন, সাংবাদিকতা হলো চটজলদি সাহিত্যের উৎকৃষ্ট উদাহরণ। এক্ষেত্রে অনলাইন সাংবাদিকতাই হলো প্রকৃত মাধ্যম। যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তারা সকালে প্রোগ্রাম কাভার করে বিকেলে গিয়ে নিউজ লিখেন। ফলে চটজলদি সাহিত্যের বাস্তবতা পাওয়া যায় না।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করা হয়। এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই চটজলদি সাহিত্যের বাস্তবতা পাওয়া যায়।

এ সময় তিনি সাংবাদিকদের নিজেদের মধ্যকার বিভক্ত ভূলে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে দলমত ভূলে একতাবদ্ধ হয়ে কাজ করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন আর কেউ বাংলাদেশকে বটমলেস দেশ বলেন না। যারা বাংলাদেশকে বটমলেস বলতেন তারা এখন বলছেন বাংলাদেশ একটি মিরাকেল দেশ।

এই ব্যবসায়ী নেতা বলেন, আগামীতে আনলাইন নিউজ মাধ্যম ও ই-কমার্স হবে ব্যবসার মূল মাধ্যম। ইতিমধ্যে আমার কোম্পানি নিটল নিলয় অনলাইনে গাড়ি বিক্রি করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন-উর-রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমআইএইচ/এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।