ঢাকা: শুধু লেখক কিংবা ব্লগার নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ওপরই হামলা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র (একাংশ) ডা. ইমরান এইচ সরকার।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার আহত তিনজনকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইমরান এইচ সরকার বলেন, সারাদেশে এখন হাজার হাজার মানুষ গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু কোনো বিচার হচ্ছে না। আসলে সরকারের একটি গ্রুপ এখানে মদদ দিচ্ছে। তা না হলে দ্রুতই এসব হত্যার বিচার হয়ে যেতো। বারবার এসব ঘটনা ঘটতো না।
বিদেশিদেরও হত্যা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কেউই তেমন নিরাপদ নন। হত্যা তো বিদেশিদেরও হচ্ছে। আসলে শুধু ব্লগার নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ওপরই হামলা হচ্ছে। এই পর্যন্ত চারজন ব্লগারকে খুন করা হয়েছে। আজও তিনজনকে আহত করা হলো।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এজেডএস/আইএ