ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, প্রাণে মারার হুমকি

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
শ্রীপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, প্রাণে মারার হুমকি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: পূর্ব শত্রুতার জের ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের গাছ ও সবজি বাগানে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



শনিবার (৩১ অক্টোবর) উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের স্ত্রী শরিফুন্নাহার (৬০) অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরার বাসিন্দা আবদুল আলীম পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী নিয়ে আমাদের জমিতে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন।

‘এ ঘটনার একদিন পর শুক্রবার দিনগত রাতে আবদুল আলীমের ভাড়াটে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধার বসত বাড়িতে হামলা চালান। হামলা চালানোর সময় আবদুল আলীম ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার স্বামী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ’

এসময় তিনি রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ির বাইরে থেকে ঘর জ্বালিয়ে দেবেন, সবাইকে পুড়িয়ে মারবেন, একজনকেও জীবিত রাখবেন না বলে হুমকি দেন, জানান শরিফুন্নাহার।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিকবার মীমাংসা হলেও দীর্ঘদিন ভোগদখলে থাকা মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছেন আবদুল আলীম।

শনিবার বিকেলে ওই মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে দেখা যায়, শতাধিক লাউগাছ কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে বেশ কিছু বাড়ন্ত শিম গাছ। এছাড়া অনেকগুলো কলাগাছ, গামারি, মেহগনি ও সেগুন গাছের বেশকিছু চারাও কেটে ফেলা হয়েছে।

এ ব্যাপারে একাধিকবার আবদুল আলীমের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ অভিযোগপ্রাপ্তির কথা স্বীকার করে জানান, একজন উপ-পরিদর্শককে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদশে সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।