মাগুরা: ‘দেশের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরার প্রত্যন্ত গ্রাম জগদলে প্রথমবারের মত দুই দিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় অন্বেষণ বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার জগদল ইউনিয়নের সম্মিলনী কলেজে এ বিজ্ঞান প্রদর্শনী ও সেমিনারের সমাপনী হয়।
এ প্রদর্শনী ও সেমিনারে স্থানীয় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা অংশ নেন।
অন্বেষণ বিজ্ঞান ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
সেমিনারে পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান মো. জাকির হোসেন, জগদল কলেজের অধ্যক্ষ মো. আবু তাহেরসহ অন্যরাও বক্তব্য রাখেন।
এ সময় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অন্বেষণ বিজ্ঞান ক্লাবের সভাপতি বেলায়েত হোসেন। এর আগে আয়োজকরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন। পরে তাদের পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
টিআই