ঢাকা: শাহবাগ অজিজ মার্কেটের সাতটি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে রাখা হয়েছে, যা জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের খুনিদের ধরতে কাজে আসবে বলে মনে করছেন মার্কেট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোরসালিন।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলানিউজকে তিনি এ কথা বলেন।
এদিকে, নিহত দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বাংলানিউজকে বলেন, আমরা দুপুরে টেলিভিশনে শুদ্ধস্বরের প্রকাশকের ওপর হামলার খবর পেয়ে দীপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ছেলের বউও যোগাযোগ করেন। কিন্তু কেউই তাকে পাচ্ছিলেন না। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ওর স্ত্রীসহ আমরা এসে দেখি রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে।
এদিকে, দীপনের স্ত্রী ঢাবির মেডিকেলের সিনিয়র মেডিকেল অফিসার রাজিয়া রহমান। তার ছেলে রিদান ফারহান। রোববার থেকে যার জেএসসি পরীক্ষা শুরু। মেয়ে রিদমা ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সন্ধ্যায় ঢামেক হাসপাতালে আসেন। সেখানে মরদেহ দেখে যান এবং পরিবারের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এনএ/আইএ