ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
প্রকাশক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা রবার্ট গিবসন

ঢাকা: বাংলাদেশে ব্লগারদের ওপর হামলা ও প্রকাশককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।

শনিবার( ৩১ অক্টোবর) সন্ধ্যায় নিন্দা জানিয়ে টুইট করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।



তিনি এ বার্তায় বলেন,  আবারও ব্লগারদের ওপর হামলার নিন্দা জানাই। কোনো অবস্থাতেই সহিংসতা কখনো মেনে নেওয়া যায় না। মুক্ত মতের প্রকাশকে সুরক্ষা করা জরুরি।
 
শনিবার জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে তার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ভেতরে ফেলে রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
জেপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ