ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
সিলেটে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

সিলেট: সিলেটের জাফলংয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কঙ্কালটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


 
সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, কঙ্কালের পায়ে একটু মাংস ঝুলানো রয়েছে। এছাড়া সারা শরীরের মাংস খসে পরে কঙ্কাল হয়ে গেছে।

এর আগে শনিবার বিকাল ৫টায় জাফলংয়ে নবনির্মিত ভ্যালী বোডিং স্কুল এলাকায় অজ্ঞাত পরিচয় নারীর গলিত মরদেহ দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধারে করে থানায় নিয়ে আসে।

কঙ্কালের হাতে চুড়ি থাকায় নারী বলে শনাক্ত করেন ওসি শফিউল।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ