ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে দীপনের বাবা

বিচার চাই না, মানুষের শুভবুদ্ধির উদয় হোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিচার চাই না, মানুষের শুভবুদ্ধির উদয় হোক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছেলে হত্যার বিচার না চেয়ে মানুষের শুভবুদ্ধির উদয় হোক- এই কামনা করেছেন নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

তিনি বলেন, বিচার চেয়ে কী হবে? মানুষের শুভবুদ্ধি হোক।

নিয়মিত একটি মামলা করবো, কিন্তু বিচার আমি চাই না।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছেলের মরদেহ দেখতে আসেন তিনি। এ সময় তিনি বাংলানিউজকে এসব কথা বলেন। পরে মরদেহ রেখেই বাসায় ফেরেন তিনি।

যাওয়ার সময় বাংলানিউজকে আরও বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না, কারও সঙ্গে দ্বন্দ্বও ছিল না। থাকলে আমি জানতাম। কোনো হুমকি থাকলেও সে জানাতো আমাকে।

ফজলুল হক বলেন, আরও তিনজনকে হামলা করা হয়েছে। পুরো মারতে পারেনি। হয়তো আশেপাশে লোক ছিল। কিন্তু আমার ছেলেকে মেরেই ফেললো। কেউ কিছু দেখতে পেলো না।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসকেএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ