ঢাকা: ছেলে হত্যার বিচার না চেয়ে মানুষের শুভবুদ্ধির উদয় হোক- এই কামনা করেছেন নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
তিনি বলেন, বিচার চেয়ে কী হবে? মানুষের শুভবুদ্ধি হোক।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জাগৃতি প্রকাশনীর প্রকাশক-মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছেলের মরদেহ দেখতে আসেন তিনি। এ সময় তিনি বাংলানিউজকে এসব কথা বলেন। পরে মরদেহ রেখেই বাসায় ফেরেন তিনি।
যাওয়ার সময় বাংলানিউজকে আরও বলেন, আমার ছেলের কোনো শত্রু ছিল না, কারও সঙ্গে দ্বন্দ্বও ছিল না। থাকলে আমি জানতাম। কোনো হুমকি থাকলেও সে জানাতো আমাকে।
ফজলুল হক বলেন, আরও তিনজনকে হামলা করা হয়েছে। পুরো মারতে পারেনি। হয়তো আশেপাশে লোক ছিল। কিন্তু আমার ছেলেকে মেরেই ফেললো। কেউ কিছু দেখতে পেলো না।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসকেএস/আইএ