ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার সোসাইটির কমিটি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
মানবাধিকার সোসাইটির কমিটি ঘোষণা

ঢাকা: জাতীয় মানবাধিকার সোসাইটি ২০১৫-২০১৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
 
শনিবার (৩১ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত মানবাধিকার সম্মেলন-২০১৫-তে প্রফেসর নজরুল ইসলাম তামিজিকে চেয়ারম্যান এবং জাতিসংঘের আইন ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদকে মহাসচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।


 
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক সালিশি আদালতের নব নির্বাচিত সদস্য হাইকোর্টের সাবেক বিচারপতি আওলাদ আলী।
 
বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারি, শাহজালাল ইসলামি ব্যাংকের এসভিপি নাজির আহমেদ, চিত্র পরিচালক মাজহারুল ইসলাম খোকন প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আওলাদ আলী বলেন, একটি শিশুর জন্মের পর থেকে তার অধিকার শুরু হয়। আর মানুষ প্রকৃত অধিকার ও মর্যাদা নিয়ে যেনো বাঁচতে পারে সেই সোসাইটি গড়ে তুলতে হবে। এক্ষেত্রে মানবাধিকার সংগঠনগুলোকে সরকারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহায়তা করতে হবে।

বিচারপতি আওলাদ আলী বলেন, বাংলাদেশ সরকারের সফল তৎপরতায় আমরা দু’জন (সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি আওলাদ আলী) আন্তর্জাতিক আদালতের সদস্য নির্বাচিত হয়েছি। এখন আমাদের জন্য দোয়া করবেন, বিশ্বের দরবারে যেনো দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
ইএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।