ঢাকা: বিচার বিভাগ পৃথককরণের ৮ম বর্ষপূর্তিতে রোববার (১ নভেম্বর) থেকে সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকা (কজলিস্ট) অনলাইনে প্রকাশিত হচ্ছে।
এখন সুপ্রিম কোর্টের দুই বিভাগেরই (হাইকোর্ট ও আপিল বিভাগ)কজলিস্ট আগেরদিন সন্ধ্যায় ৬টায় অনলাইনে দেখা যাবে।
এ বিষয়ে প্রধান বিচারপতি গত মঙ্গলবার লন্ডনে এক বক্তব্যে বলেছেন, ১ নভেম্বর থেকে উচ্চ আদালতের সব কার্যক্রমের তথ্য অনলাইনে পাওয়া যাবে। এতে মামলার শুনানির তারিখ ও এর ফলাফল নিয়ে অতীতের মতো আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না।
পর্যায়ক্রমে পুরো বিচারিক কার্যক্রমকে ডিজিটাল করা হবে। তখন বিশ্বের যেকোনো স্থানে বসে মামলা করা, মামলার তথ্য জানা বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান ও প্রমাণ হাজির করা যাবে।
শনিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, উভয় বিভাগের সবগুলো বেঞ্চের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।
পুরো কার্যক্রম অনলাইনের এ সিদ্ধান্ত অক্টোবরের শুরুতে নিয়েছিলো সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই সময় একটি নির্দেশনাও জারি করা হয়।
ওই নির্দেশনায় সুপ্রিম কোর্টে পক্ষ থেকে বলা হয়, ১ নভেম্বর থেকে উভয় বিভাগের কজলিস্ট অনলাইনে এবং কাগজে ছাপা একত্রে তিন মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর কাগজের কার্যতালিকা সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হবে।
এ জন্য আগের দিন সন্ধ্যা ৬টার মধ্যে আপিল বিভাগের কার্যতালিকা প্রস্তুতকারী ডেপুটি রেজিস্ট্রার এবং হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসারদের পরবর্তী দিনের অনুমোদিত কার্যতালিকা ওয়েবসাইটে প্রবিষ্ট (input) করতে হবে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের (www.supremecourt.gov.bd) মাধ্যমে অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এ তারিখ থেকে তিন মাস পরীক্ষামূলকভাবে কাগজে ছাপা ও অনলাইন কার্যতালিকা ব্যবস্থা একত্রে চালু থাকার পর, কাগজে কার্যতালিকা ছাপা সম্পূর্ণরুপে বন্ধ করে দেওয়া হবে।
এমতাবস্থায় আপিল বিভাগের কার্যতালিকা প্রস্তুতের দ্বায়িত্বে নিযুক্ত সংশ্লিষ্ট ডেপুটি রেজিস্ট্রার এবং হাইকোর্ট বিভাগের প্রত্যেক বেঞ্চ অফিসার ও সহকারী বেঞ্চ অফিসারকে পূর্বদিন সন্ধ্যা ৬টার মধ্যে পরবর্তী দিনের মামলার অনুমোদিত কার্যতালিকা বিনা ব্যতিক্রমে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবিষ্ট (input) করানোর জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
পূর্বদিন সন্ধ্যা ৬টার পরে পরবর্তী দিনের মামলার কার্যতালিকা সংশ্লিষ্ট আদালতের অনুমিত ছাড়া কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়।
এ সংক্রান্ত গঠিত মনিটরিং কমিটি প্রতিদিনের কার্যতালিকা মনিটর করবে এবং আগামী ১৫ নভেম্বর হতে অনলাইন কার্যতালিকায় তথ্য সঠিকভাবে প্রবিষ্ট করানোতে কারো কোনো অবহেলা পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনলাইন কজলিস্ট মনিটরিং কমিটির সভাপতি হচ্ছেন হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার হোসনে আরা আকতার। সদস্যরা হচ্ছেন- হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (সার্বিক) এসএম এরশাদুল আলম, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো.আজিজুল হক, আপিল বিভাগের গবেষণা ও তথ্য কর্মকর্তা শামীম সুফী, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) মেহনাজ সিদ্দিকী এবং হাইকোর্ট বিভাগের প্রোগ্রামার মনিশংকর দত্ত।
সূত্রমতে, সুপ্রিম কোর্টের দৈনন্দিন কার্যতালিকা ছাপাতে বার্ষিক খরচ হয় প্রায় ২০ কোটি টাকা।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৫
ইএস/পিসি