ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লেখক প্রকাশকের ওপর হামলা

ঢামেকে নিরাপত্তা জোরদার

মেডিক্যাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ঢামেকে নিরাপত্তা জোরদার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লালমাটিয়ায় লেখক ও প্রকাশকদের ওপর হামলা এবং শাহবাগ আজিজ সুপার মার্কেটে লেখক ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার ঘটনার প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ( ঢামেক) নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।



ঢামেক জরুরি বিভাগ সড়ক সংলগ্ন গেটের মূল করিডোরে পুলিশ মোতায়েন করা হয়েছে।   সন্দেহভাজনদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

এ ব্যাপারে ঢামেক ক্যাম্প পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, উপরের নির্দেশে নিরাপত্তা জোরদার হয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক-লেখক আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক-গবেষক রণদীপম বসু গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢামেকে ভর্তি রয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে দুর্বৃত্তরা এই তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে।

উল্লেখ্য, শুদ্ধস্বর প্রকাশনী থেকে নিহত মুক্তমনা লেখক ড. অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।