ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতি দেবেশ ভট্টাচার্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের অনুরোধ

নি‍উজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
বিচারপতি দেবেশ ভট্টাচার্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের অনুরোধ

ঢাকা: বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বিচারপতি দেবেশ ভট্টাচার্য ছিলেন যে কোনো সামাজিক ও জনকল্যাণমূলক বিষয়ে নীতিগতভাবে অবিচল একজন মানুষ। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় বক্তারা তাঁকে এভাবেই স্মরণ করেন।

গত ৩১ অক্টোবর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বিচারপতি দেবেশ ভট্টাচার্য জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে এ সভাটি আয়োজন করা হয়।

গণতন্ত্র,মানবাধিকার ও আইনের শাসন রক্ষায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য ছিলেন আপোষহীন। আলোচকগণ তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। মানবাধিকার বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে তাঁর সরাসরি সম্পৃক্ততা সকলকে অনুপ্রেরণা দিয়েছে। দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে, বিশেষত জাতীয় সংকটের মুহূর্তে তাঁর বলিষ্ঠ অবদানের কথা তারা স্মরণ করেন। নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অগ্রগণ্য ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

আলোচনা সভায় বিচারপতি দেবেশ ভট্টাচার্য জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে আদালতের বিচারকার্যে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি সহ সকল রায় বাংলায় প্রণয়ন করা; বিচারপতি দেবেশ ভট্টাচার্যের প্রদানকৃত সকল রায়কে বিচার কার্যে রেফারেন্সের সুবিধার্থে গ্রন্থিত আকারে প্রকাশ করা এবং তাঁর নামে একটি সড়কের নামকরণ করা। এছাড়া তাঁর নানামুখী দেশ ও জনসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ তাঁকে মরণোত্তর রাষ্ট্রীয় পদক প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বিশিষ্ট রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, শিক্ষাবিদ মালেকা বেগম, মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য মফিদুল হক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু, প্রাক্তন রাষ্ট্রদূত আনোয়ারুল আলম,বিশিষ্ট বুদ্ধিজীবী অজয় রায়,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, সাবেক মন্ত্রী আবুল হাসনাত চৌধুরী, এবং লুৎফর রহমান মতিন। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন রথীন্দ্র নাথ রায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়,শর্মিলী বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল এবং লায়লা আফরোজ।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০১,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।