গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রতিবেদন তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা আহসানিয়া মিশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শ্রীপুর কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ থেকে শুরু করে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক প্রতিবেদন তৈরির বিভিন্ন উপায় নিয়ে পাঠদান অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ সোহেল ও সাংবাদিক আব্দুল লতিফ আনসারী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন।
এসময় কর্মশালয় উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশনের কর্মসূচি সমন্বয়ক শরীফুল হক, প্ল্যান বাংলাদেশের কর্মসূচী সমন্বয়ক আকরামুজ্জামান স্বাধীন, কারিগরি কর্মকর্তা আশুতোষ রায়, নাসিম রহমান, ইউনিয়ন ফ্যাসিলিটেটর আতাউর রহমান সানী, মামনুর রশীদ, মুক্তা অধিকারী, আয়েশা সিদ্দিকা, সুমন দেবনাথ প্রমূখ।
বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আরএইচ