ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিএনজি চালিত অটোরিকশা

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউসহ ৬টি স্পটে সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। ঢাকা জেলা প্রশাসন পরিচালনা করছে আরও ৩টি ভ্রাম্যমাণ আদালত।



রোববার (০১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে চালক ও যাত্রীর সঙ্গে কথা বলে জানান, মিটারের নিয়ম মেনেই চলছেন চালকরা। যাত্রীরাও এতে সন্তুষ্ট।

এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন,  পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান। এ অভিযান শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন চলবে।

প্রাইভেট নাম দিয়ে মিটার ছাড়াই সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, গত কয়েকদিনে এক থেকে দেড়শ’ প্রাইভেট সিএনজি চালিত অটোরিকশাকে এ অভিযোগে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ।

ওবায়দুল কাদের সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিআরটিএ’র ৪টি নম্বরও উল্লেখ করেন।   নম্বরগুলো হচ্ছে- ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪। অফিস চলাকালীন সময়ে এসব নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ দিতে পারবেন।

এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দু’টি ভ্রাম্যমাণ আদালত ছাড়াও রামপুরা, খিলক্ষেত, কলাবাগান, কারওয়ানবাজারে অভিযান পরিচালনা করছে বিআরটিএ।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত জানান, সকাল থেকে তারা সিএনজি চালিত অটোরিকশাগুলোর ওপর নজরদারি করছেন। মিটারের নিয়ম না মানা হলে সংশ্লিষ্ট চালককে ৫০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।

বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম বাংলানিউজকে জানান, অটোরিকশার ভাড়া বাড়ার পর কেউ যাতে আর অতিরিক্ত ভাড়া না নিতে পারেন এবং চালকরা যাতে মিটারে চলেন সেজন্যই এ কড়া নজরদারি চলছে।

রাজধানীর ৬টি স্পটে তারা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তাছাড়া চালক, মালিক, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিমও কাজ করছে।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।