সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জে দুলাইন বিল দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে দুইজন নিহতের ঘটনায় মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
রোববার (০১ নভেম্বর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি জানান।
এদিকে, সংঘর্ষের ঘটনায় নিহত আব্দুল খালেক (৫০) ও শেখ ফরিদের (৪৮) মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি রুহুল আমিন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুলাইন বিল দখল নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। জেলা প্রশাসনের দেওয়া ইজারাদার স্থানীয় শিমুলতলা নওয়াগাঁওয়ের আব্দুল হকের লোকজনকে হঠিয়ে বিলের দখল নেন বন বিভাগের দুলাইন বিলের ইজারাদার বিএনপি নেতা তোরাব আলী।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান উপজেলার বতুমারা গ্রামের শেখ ফরিদ (৪৮) ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান একই গ্রামের আব্দুল খালেক (৫০)। তারা উভয়ই ইজারাদার আব্দুল হকের পক্ষে বিলের পাহারাদার হিসেবে নিযুক্ত ছিলেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত ১২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এনইউ/এসএস