ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কর্মসংস্থান ও পুনর্বাসনের দাবি ফেনীর হিজড়াদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
কর্মসংস্থান ও পুনর্বাসনের দাবি ফেনীর হিজড়াদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ‘হিজড়া নয়, মানুষ হিসেবে বাঁচতে চাই’ স্লোগানে  কর্মসংস্থান ও পুনর্বাসনের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছেন হিজড়ারা।

‘মানবতা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে রোববার (০১ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে বক্তব্য রাখেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঞা পৌরসভার মেয়র ফারুক খান, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের ডিরেক্টর সিকান্দার মোকাদ্দেস আহাম্মেদ তুহিন ও মার্কেন্টাইল ব্যাংক কোরাইস মুন্সি শাখার ব্যবস্থাপক মনোয়ার হোসেন সেন্টু প্রমুখ।

পরে হিজড়া কল্যাণ সমিতির সর্দার সুন্দরীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বাংলাশে সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।