ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
নড়াইলে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে লিটন মোল্যা নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ আবুল বাসার মুন্সী এ রায় দেন।



লিটন নড়াইলের সীমাখালীর শুকুর মোল্যার ছেলে। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৪ মার্চ নড়াইল সদরের সিমাখালী গ্রামের লিটন মোল্যার বাড়ি থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ ৪৮ কেজি তরল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় লিটনকে আটক করা হয়।

সাক্ষ্য প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৩ (খ) ধারায় বিজ্ঞ বিচারক লিটনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।