ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
পাবনায় অস্ত্রসহ যুবক আটক

পাবনা: পাবনায় অস্ত্র ও গুলিসহ সোয়াদ আনাম সিদ্দিক (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের সাধুপাড়া চামড়ার গুদাম মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।



আটক সোয়াদ আনাম সাধুপাড়া মহল্লার মনোয়ারুল আলম সিদ্দিকের ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওসমান গনি বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সাধুপাড়া মহল্লায় অভিযান চালিয়ে সোয়াদ আনামকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও একটি ধারালো তরবারি উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক সোয়াদ আনামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।