ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

নাটোর: নাটোরের বড়াইগ্রামে চম্পা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।   
 
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার মনপিরীত গ্রাম থেকে তাদের আটক করা হয়।

এর আগে, ভোরে ওই গৃহবধূকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্থানীয়দের।  
 
সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
আটকরা হলেন- নিহতের স্বামী জাহাঙ্গীর মোল্লা, জাহাঙ্গীরের বাবা রহিম উদ্দিন ও মা সনেকা বেগমক।
 
পুলিশ জানায়, জাহাঙ্গীর মোল্লার সঙ্গে তার স্ত্রী চম্পা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। এর এক পর্যায়ে তাদের মধ্যে তালাকের ঘটনাও ঘটে।  
 
ভোরে জাহাঙ্গীর তার স্ত্রী চম্পাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তার বাবা রহিম উদ্দিন ও মা সনেকা বেগমকে আটক করে।  
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত চম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।