ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে সারাদেশে যুব দিবস পালিত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
নানা আয়োজনে সারাদেশে যুব দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: জেগেছে যুব, জেগেছে দেশ, লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ-এ স্লোগানকে সামনে রেখে সারাদেশে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

দিবসটি উপলক্ষে রোববার (০১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলানিউজের বিভিন্ন ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো রিপোর্ট:

বরগুনা: দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।  

এসময় সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবু তাহের মো. ওবায়দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবীবুর রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, এনজিও ফোরামের সভাপতি মো. মোতালেব মৃধাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বরিশাল: সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে সার্কিট হাউসে বৃক্ষ রোপণ কর্মসূচি ও পরে নগরের লঞ্চঘাট, রূপাতলী বাসস্ট্যান্ড, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বরিশাল জেলার কয়েকটি বেসরকারি যুব সংগঠনের সহযোগিতায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাহাবুবা ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ, সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা দীপক লাল প্রমুখ।

পরে সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং যুব ও যুব মহিলাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন উপ-পরিচালক শাহ মো. ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।

১৭ জন তরুণ-তরুণীর মধ্যে ১০ লাখ টাকার যুব লোনের চেক বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়েদ উদ্দিন মিরাজ, ডেপুটি কো-অর্ডিনেটর মো. মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক মো. সিদ্দকুর রহমান উপস্থিত ছিলেন।

বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও যুব লোন বিতরণ করা হয়েছে।  

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও খন্দকার ইসতিয়াক আহম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বিশেষ ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান রুবিনা আকতার। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ ও যুব কর্মকর্তা মাহাবুবার রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নীলফামারী: দিবসটি উপলক্ষে দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আব্দুল ফারুক, আরডিআরএসের ঊর্ধ্বতন সামাজিক উন্নয়ন কর্মকর্তা আনন্দ কুমার পাল প্রমুখ।

এর আগে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ক্লাব, যুব সংগঠন ছাড়াও আরডিআরএস বাংলাদেশের তত্ত্ববধানে পরিচালিত নীলফামারী সদরের ১৪টি ইউনিয়ন ফেডারেশনের যুব ফোরামের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

চাঁদপুর: দিবসটি উপলক্ষে দুপুরে চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, সরকারের ভিশন ২০২১ যুবরাই বাস্তবায়ন করবে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে সাড়ে চার কোটিই তরুণ। তাই তাদের প্রশিক্ষণ দিয়ে কর্মমূখি করে তুলতে হবে।

তিনি আরো বলেন, সরকার যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের শুধু প্রশিক্ষণ নয়, অর্থ দিয়ে শিল্প গড়ার ক্ষেত্রে সহযোগিতা করছে।
চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামছুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পুলিশ সুপার শামছুন্নাহার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

কম্পিউটার প্রশিক্ষক আহসান উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- মোশাররফ হোসেন, আকলিমা আক্তার ও ইকবাল আজম।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫ জনের মধ্যে ৩১ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।

দিনাজপুর: জাতীয় যুব দিবস উপলক্ষে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে আয়োজিত ক্রীড়া, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন।

এসময় অনেকের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রায়হান মিঞা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউর রহমান তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ: দিবসটি উপলক্ষে সকাল ১০টায় কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা  বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামান কবির, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক হরিসাধন বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ অংশ নেন।

মেহেরপুর: জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল আলম মালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান।
 
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মজিবুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আসকার আলী ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জয়পুরহাট: এ উপলক্ষে বেলা ১২টায় জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস. এম. সোলায়মান আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে তরুণদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এসময় জেলার ১৪টি যুব সংগঠনের মধ্যে দুই লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করে জেলা পরিষদ।

এছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।