মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় ট্রাকচাপায় আনিচুর রহমান হাওলাদার (৭০) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে কালকিনি পৌর এলাকার ভুরঘাটায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আনিচুর রহমান কালকিনি উপজেলার বনগ্রামের জাফর হাওলাদারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, আনিচুর রহমান পান বিক্রি করার জন্য ভূরঘাটা বাজারে যান। এ সময় বাজার সংলগ্ন রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ট্রাকচাপায় ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড