ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
রাঙামাটিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ

রাঙামাটি: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও তিন লেখক-প্রকাশককে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ করেছে রাঙামাটি গণজাগরণ মঞ্চ।

রোববার (১ নভেম্বর) বিকেলে গণজাগরণ মঞ্চের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক সুনীল কান্তি দে ও গণজাগরণ মঞ্চের সংগঠক ফজলে এলাহী।

সমাবেশে বক্তারা বলেন, মুক্তমনা লেখক ও ব্লগারদের ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। দেশে জঙ্গিবাদ যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি আনার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।