ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর শহরের লালবাগ গোরস্থান সংলগ্ন পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ীরা। বাঁধ কেটে ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছে এসব বালু।

এতে ওই এলাকার পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয়রা।

বাঁধ রক্ষা করতে ও পুনর্ভবা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে  জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর রোববার (১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী লালবাগ ও এর আশপাশের বাসিন্দারা লিখিত অভিযোগ করেন।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম স্থানীয়দের দেওয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দিনাজপুর শহরের পশ্চিমে অবস্থিত পুনর্ভবা নদীর পাড়ে ব্লক ও ইট দিয়ে তৈরি বাঁধটি কেটে বালু উত্তোলনের রাস্তা তৈরি করছে অসাধু ব্যক্তিরা। বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। এ এলাকা দিয়ে ট্রাক্টরে করে বালু নেয়ার ফলে বাসা বাড়িতে ধুলোবালি প্রবেশ করছে। খেলাধুলা করার সময় কোমলমতি শিশুদের শরীরে প্রবেশ করছে এ ধুলাবালি।

দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে এ এলাকার শিশু কিশোরসহ সব বয়সের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এছাড়া, শহর রক্ষা বাঁধটি রক্ষা করতে না পারলে নদীতে পানি বৃদ্ধি পেলে পার্শ্ববর্তী এলাকা পানিতে তলিয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা লিটন বাংলানিউজকে বলেন, লালবাগ খামার মৌজার কবরস্থান সংলগ্ন প্রায় দুই কিলোমিটার বাঁধ ইট ও ব্লক দিয়ে বাঁধানো। এ বাঁধটি দিনাজপুর শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচয় লাভ করেছে। কিছু অসাধু ব্যক্তি কবরস্থান সংলগ্ন স্থানে বাঁধ কেটে ট্রাক্টর ওঠা নামার রাস্তা তৈরি করে বালু উত্তোলন করছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।