ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
রাজশাহীতে ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীতে ভারতীয় বিভিন্ন পণ্যসহ তিন নারী চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাঁঠালবাড়িয়া এলাকার জাহানারা বেগম (৪৫), কাশিয়াডাঙ্গা এলাকার সানোয়ারা বেগম (৬৫) ও ময়না বেগম (৪৫)।

মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পোস্টাল একাডেমি এলাকায় নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১৪০ কেজি ভারতীয় জিরা, ৫৬০ বোতল ভারতীয়
শ্যাম্পু ও ১৫০ পিস কসমো ক্রিমসহ তিন চোরাকারবারীকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এসব পণ্য বগুড়ার শান্তাহার থেকে রাজশাহীতে নিয়ে আসছিলেন তারা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় এসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় : ২১১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।