ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যাসহ ২ হামলা: নেই মামলা, নেই আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দীপন হত্যাসহ ২ হামলা: নেই মামলা, নেই আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো মামলা বা অভিযোগ করেননি কেউ।
 
এ দুই ঘটনায় রোববার (১ নভেম্বর) বিকেল পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটকও করতে পারেনি পুলিশ।

এতে হতাশা প্রকাশ করেছেন লেখক, ব্লগাররা।  
 
শনিবারের (৩১ অক্টোবরের) দুপুরে দুর্বৃত্তদের হামলায় লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে আহত হন আহমেদুর রশীদ টুটুল, সুদীপ কুমার ওরফে রণদীপম বসু ও কবি তারেক রহিম। এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহবাগ আজিজ মার্কেটের তৃতীয় তলায় জাগৃতির অফিস থেকে ফয়সাল আরেফিন দীপনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এ দুই ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলানিউজকে বলেন, লালামাটিয়ায় এক প্রকাশকসহ ৩ জনের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

এ ঘটনায় জড়িত বা সন্দেহভাজন কাউকে আটক করা গেছে কিনা জানতে চাইলে ডিবি বিপ্লব কুমার বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে। সেসব তদন্তাধীন রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
 
এদিকে শাহাবাগের আজিজ সুপার মার্কেটে ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার ঘটনায় কাউকে আটক করা গেছে কিনা জানতে চাইলে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শিবলী নোমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।
 
এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে বাংলাদেশ অনলাইন এক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময় বাংলানিউজকে বলেন, আমি মনে করি, সম্প্রতি অ্যামিনেস্টি ইন্টারন্যশনালের বক্তব্যের সঙ্গে এ হত্যাকাণ্ডের নিবিড় সম্পর্ক থাকতে পারে। এ দুই ঘটনায় প্রকাশকদের অনৈক্য স্পষ্টভাবে উঠে এসেছে।
 
তিনি আরও বলেন, আমি মনে করি, ভুক্তভোগীদের পরিবারের দেরি না করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা উচিত। এছাড়াও লেখক-প্রকাশদের সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এখন জরুরি হয়ে পড়েছে, এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনএইচএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।