বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে ২৪৭টি পরিবারে বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়া হয়েছে।
রোববার (০১ নভেম্বর) বিকেলে বেনাপোলের রেলস্টেশন, ভবেরবেড়, দীঘিরপাড় ও কাগজপুকুর গ্রামে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এ সংযোগের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌরসভার ভবারবেড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী কালাচান কালু মেম্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ আহম্মদ, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমজেড/টিআই