ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর ভিআইপি এলাকায় মধ্যরাতেও তল্লাশি

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
রাজধানীর ভিআইপি এলাকায় মধ্যরাতেও তল্লাশি ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান-বনানীসহ বিভিন্ন ভিআইপি এলাকায় একাধিক প্রবেশ মুখের চেকপোস্টে মধ্যরাতেও পথচারীদের তল্লাশি চালায় পুলিশ। তবে অন্যসব এলাকার নিরাপত্তা রক্ষায় পুলিশের উপস্থিতি তেমন চোখে পড়েনি।



রোববার (০১ নভেম্বর) মধ্যরাতে সরেজমিনে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, পল্টন, মৌচাক, মগবাজার, রামপুরা, বাড্ডা, আসাদগেট, ধানমন্ডি, শ্যামলী, আদাবর, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

সরেজমিনে গিয়ে রামপুরা টিভি সেন্টার, মোহাম্মদপুর কৃষি মার্কেটের লিংক রোড, গুলশান, বনানী, তেজগাঁও শিল্প এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ের চেকপোস্টে পুলিশের নজরদারি চোখে পড়ে। তবে রাজধানীর বেশির ভাগ এলাকায় বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি।

এদিকে, গুলশান-২ নম্বর যাওয়ার মুখে আমেরিকান দূতাবাসের পাশে রাস্তার উভয় পাশে পুলিশের চেকপোস্টে চিরনি তল্লাশি চালাতে দেখা যায়। গুলশান-১, বনানী, তেজগাঁও শিল্প এলাকা ও সংসদ ভবন এলাকায় মধ্যরাতের পথচারীদের দেহ ও গাড়ির ব্যাগডালা তুলে গাড়িতে রাখা ব্যাগ তল্লাশি চালায় পুলিশ।

সম্প্রতি বিদেশি হত্যার পরে ভিআইপি এলাকায় যে ধরনের নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ ছিলো তা এখনও বহাল রয়েছে বলে বাংলানিউজকে জানান গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম। একই কথা জানান গুলশান এলাকার বিভিন্ন চেকপোস্টে কর্তব্যরত এএসআই মাহফুজ ও মোয়াজ্জেম হোসেন।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার (০২ নভেম্বর)।

সম্প্রতি দুই বিদেশি হত্যা এবং শনিবার (৩১ অক্টোবর) এক প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের পর সোমবার রিভিউ আবেদনের শুনানি হতে যাচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই নেতার।

এক্ষেত্রে বিশেষ কোনো নিরাপত্তার নির্দেশ এসেছে কিনা জানতে চাইলে গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম, মাহফুজ ও মোয়াজ্জেম বাংলানিউজকে বলেন, আগের ঘোষণা অনুযায়ী আমরা ডিউটি পালন করছি। নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এফবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।