ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার কৈরইতলায় র‌্যাবের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।



রোববার (০১ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ র‌্যাব-৬’র মেজর মো. সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে কৈরইতলায় র‍্যাব-৬ সদস্যরা টহল দিচ্ছিল। ওই সময় মোটরসাইকেলযোগে তিন আরোহীকে ওই সড়ক দিয়ে যাচ্ছিল। মোটরসাইকেলের আরোহীদের থামতে র‌্যাব সদস্যরা সিগন্যাল দিলে তারা প্রথমে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

আত্মরক্ষায় র‍্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনের আরোহী গুলিবিদ্ধ হন। তবে অপর দুই আরোহী পালিয়ে যান।

গুলিবিদ্ধ ব্যক্তিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

তবে এ ঘটনায় মিলন সাহা নামে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেন মেজর সুরুজ।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ৠাবের এ সদস্য।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।