ঢাকা: রাজধানীর উত্তরখানে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজিব(৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
রোববার( ০১ নভেম্বর) রাত ১টার দিকে উত্তরখানের শহীদনগর বালুর মাঠের কাশবন এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইউনুস আলী বাংলানিউজকে জানান, রাতে উত্তরখানে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, রাজিব ডাকাতি ও হত্যা মামলার আসামি। তার স্বীকারোক্তি অনুযায়ী উত্তরখানে অভিযান চালালে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে রাজিব নিহত হন।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
পিসি/