বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের ইসলামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কমপক্ষে ২৪ যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ও অন্যদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের ইসলামপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে বাসের কমপক্ষে ২৪ যাত্রী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তর করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা গেলেও বাসের চালক ও হেলপারকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/জেডএস