ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রউফসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বগুড়ায় কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রউফসহ গ্রেফতার ৪

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রউফসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (২ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি ও এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।


 
গ্রেফতাররা হলেন- উপজেলার ভবানীপুর গ্রামের ফজলার ছেলে কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রউফ (৩২), চক খানপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে আয়জল হক মণ্ডল (৫২), একইগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪৫) ও শহরের কলেজরোড ঈদগাহ এলাকার বিরেন্দ্র নাথের ছেলে পরিমল চন্দ্র (৩৫)।
 
শেরপুর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আলহাজউদ্দিন বাংলানিউজকে জানান, গ্রেফতার আব্দুর রউফের বিরুদ্ধে শেরপুর, তাড়াশসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, ছিনতাই, ডাকাতির মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।