সিলেট: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানা পুলিশের টহলের জন্য একটি লেগুনা গাড়ি দেওয়া হয়েছে।
পুলিশি সেবার মানোন্নয়ন ও টহল বাড়ানোর লক্ষ্যে স্থানীয় জয়তুল ওয়েলফেয়ার ট্রাস্ট, কুচাই ইউনিয়ন পরিষদ ও বিসিক শিল্প নগরীর গোটাটিকরের সমন্বিত অর্থায়নে আট লাখ টাকা মূল্যমানের লেগুনা গাড়িটি দেওয়া হয়।
সোমবার (০২ নভেম্বর) সকাল ১১টায় নগরীর নাইওরপুলে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে গাড়িটির চাবি হস্তান্তর করেন দাতা বিসিকের চেয়ারম্যান ময়নুল হোসেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এনামুল কবীর ও কুঁচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) রেজাউল করিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়ছল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বনিক ও মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনইউ/এসএস