ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদী থেকে ডাকাতি হওয়া মালবোঝাই ট্রাক আশুলিয়ায় উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
নরসিংদী থেকে ডাকাতি হওয়া মালবোঝাই ট্রাক আশুলিয়ায় উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): নরসিংদী থেকে ডাকাতি হওয়া পেয়াঁজ-রসুন বোঝাই ট্রাক আশুলিয়া থেকে উদ্ধার করেছে  র‌্যাব-৪’র একটি দল। এসময় আটক করা হয় ডাকাত চক্রের দুই সদস্যকে।



সোমবার (০২ নভেম্বর) ভোরে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৪’র সহকারী পুলিশ সুপার (সিপিসি ২) উনু মং সংবাদ সম্মেলনে জানান, রোববার (০১ নভেম্বর) রাতে পেয়াঁজ-রসুন বোঝাই ট্রাকটি হবিগঞ্জের উদ্দেশ্যে নরসিংদী এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা ১০-১৫ জনের একটি ডাকাত দল তাদের ওপর হামলা চালায়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ট্রাকটি ছিনিয়ে নেয় ডাকাতরা।

বিষয়টি র্যাবকে জানালে গাড়িতে লাগানো জিপিআরএস’র মাধ্যমে আশুলিয়ার কুরগাঁওয়ে এর অবস্থান শনাক্ত করা হয়।  

পরে সোমবার ভোরে অভিযান চালিয়ে মালামালসহ ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়।

আটক জাকারিয়া বরিশালের বানারিপাড়ার হাসমত আলীর ছেলে, অপরজন জনি মুন্সীগঞ্জের সনবাড়ি এলাকার মৃত রাজ্জাক হোসেনের ছেলে।
 
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। চক্রের বাকি সদস্যের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনায় আশুলিয়ার থানা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০২,২০১৫
এসএনএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।