ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ড্রাইভিং লাইসেন্সে এসএসসি’র শর্ত এখনই চান না শাজাহান খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ড্রাইভিং লাইসেন্সে এসএসসি’র শর্ত এখনই চান না শাজাহান খান নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

ঢাকা: এসএসসি পাস না হলে ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত এখনই কার্যকরের পক্ষে নন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। পাঁচবছর পর সিদ্ধান্তটি কার্যকর করা হলে ভালো বলে মনে করেন তিনি।



একজন শ্রমিক নেতা হিসেবে এ মত তার।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

শাজাহান খান বলেন, লাইসেন্স পেতে হলে রাস্তায় চলাচলের প্রয়োজনীয় চিহ্নগুলো তাকে জানতে হবে, ন্যূনতম শিক্ষাও থাকতে হবে। তবে এখনই এসএসসি পাসের শর্ত না দিয়ে সেটি অন্তত পাঁচবছর পর কার্যকর হলে ভালো হবে। আমি সেটিই সংশ্লিষ্টদের জানিয়েছি।

রাস্তায় নিরাপদে চলাচলে জান-মালের সুরক্ষার জ্ঞান থাকাটা এক্ষেত্রে বেশি জরুরি বলে মনে করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।