ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া ফটো জার্নালিস্টদের ল্যাপটপ প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
বগুড়া ফটো জার্নালিস্টদের ল্যাপটপ প্রদান

বগুড়া: বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে একটি ল্যাপটপ প্রদান করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি আব্দুল মান্নান।
 
সোমবার (২নভেম্বর) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সংগঠনের নেতৃবৃন্দের হাতে ল্যাপটপটি তুলে দেন।


 
বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি আব্দুল মান্নান জেলার উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী বগুড়ায় আসছেন। এ সময় তিনি এ অঞ্চলের মানুষের নানা দাবি পূরণের ঘোষণা দেবেন। অথচ মুক্তিযুদ্ধ বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে লাগাতার খুন ও গুপ্ত হামলা চালাচ্ছে।
 
তিনি আরো বলেন, আলোকচিত্র এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব।
 
এ সময় এমপির স্ত্রী ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী সাহাদারা মান্নান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এএইচএম আখতারুজ্জামান, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জে এম রউফ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুর রশিদ সাইন, বর্তমান সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সদস্য বজলুর রশিদ সুইট, আব্দুস সালাম, সঙ্গীত রায় বাপ্পী, ফটো সাংবাদিক কাওসার উল্লাহ আরিফ, আল আমিন, সাংবাদিক শাহ মো. ইলিয়াস লেলিন, হেলাল উদ্দিন, সানাউল হক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
শেষে এমপি আব্দুল মান্নান বগুড়া ফটো জার্নালিস্টদের কল্যাণ তহবিলে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।