ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাগৃতির প্রকাশক দীপন হত্যায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
জাগৃতির প্রকাশক দীপন হত্যায় মামলা ফয়সাল আরেফিন দীপন

ঢাকা: রাজধানীর শাহবাগের আজিজ মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যায় শাহবাগ থানায় মামলা হয়েছে।

বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।



এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, মামলায় অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ মামলার তদন্ত করবে শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো.শাহীন ফকির।

বাংলানিউজের এক প্রশ্নে জবাবে তিনি জানান, ঘটনার পর থেকেই দুর্বৃত্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত করবে। একই সঙ্গে আটক অভিযানও চলবে।

সোমবার (০২ অক্টোবর) দুপুরে মামলটি রুজু হয়। মামলাটি দায়ের করেছেন নিহত দীপনের স্ত্রী রাজিয়া। মামলা নং- ৩।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এনএইচএফ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।