ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক হত্যার প্রতিবাদে খুলনায় ধর্মঘট পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
প্রকাশক হত্যার প্রতিবাদে খুলনায় ধর্মঘট পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা, কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আমেদুর রশীদ টুটুল ও লেখক রণদীপম বসুর ওপর হামলার প্রতিবাদে খুলনা অর্ধদিবস ধর্মঘট পালিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে এ ধর্মঘট পালন করে খুলনা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতি।



সকাল ৬টা থেকে খুলনা মহানগরীর সব পুস্তক ও প্রকাশনী সংস্থা বন্ধ রেখে ধর্মঘট শুরু করে ব্যবসায়ী সমিতি। পরে দুপুর ১২টায় মৌনমিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা বিভাগীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যুগ্ম সম্পাদক রতন কুমার দেবনাথ, জেলা পুস্তক প্রকাশক ও ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীল হোসেন, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবুল ও সহ-সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় নেতারা বলেন, একের পর এক মুক্তমনা লেখক ও প্রকাশককে হত্যা ও হামলার ঘটনায় সবাই আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছেন। খুলনায়ও প্রকাশক-বিক্রেতারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। দ্রুত খুনিদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।