ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা আহম্মেদ আলী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অ্যাপোলো কনস্ট্রাকশন ফার্মের সত্ত্বাধিকারী ইব্রাহিম আদেল রুমেলের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০২ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক শহিদুল ইসলাম মোড়ল বাদী হয়ে গাংনী থানার মামলাটি দায়ের করেন।



পৌর এলাকায় নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ ও প্রভাব খাটিয়ে ঠিকাদার নিয়োগের মাধ্যমে ৫ লাখ ২৬ হাজার  ৫৯৬ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন বাংলানিউজকে জানান, মামলাটি দুদক তদন্ত করবে। তবে  পুলিশি সহযোগিতা চাইলে দুদককে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এসআর



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।