ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফুল চুরির অভিযোগে তৃতীয় শ্রেণির ছাত্রকে বেঁধে নির্যাতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ফুল চুরির অভিযোগে তৃতীয় শ্রেণির ছাত্রকে বেঁধে নির্যাতন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার হরিণটানা থানার ইসলাম নগরে ফুল চুরির অভিযোগে রবিউল ইসলাম রাঙ্গা নামে তৃতীয় শ্রেণির ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
সোমবার (০২ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।



রবিউল নগরীর দাওয়াতুল খায়ের কমপেক্স কুয়েত মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ নির্যাতনকারী গোলেনুর খাতুনকে আটক করেছে।

রোববার (০১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
 
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ইসলাম নগরে ফুল চুরির অভিযোগে রবিউল ইসলামকে একই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী গোলেনুর খাতুন তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে নাজিম উদ্দিন, তার স্ত্রী গোলেনুরসহ কয়েকজন মিলে রবিউলকে গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। পরে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

বিষয়টি রবিউলের পরিবারের সদস্যরা থান‍ায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সোমবার  দুপুরে শিশু রবিউলের মা ফরিদা বেগম বাদী হয়ে নাজিম উদ্দিন, তার স্ত্রী  গোলেনুর খাতুন ও তার ছেলেকে আসামি করে হরিণটানা থানায় মামলা দায়ের করেন।   পুলিশ গোলেনুর খাতুনকে আটক করেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রবিউল বর্তমানে শঙ্কামুক্ত। এদিকে অভিযুক্ত নাজিম উদ্দিন জানিয়েছেন, একটি চক্র তাকে হয়রানী ও ঘায়েল করার জন্য শিশুটিকে দিয়ে একটি নাটক সাজিয়েছে। এটি পরিকল্পিত, তদন্ত করলে আসল তত্য বের হয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।