ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আদাবরে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

সিনিয়র করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
আদাবরে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ওসমান মিয়া (২৫) পেশায় একজন রিকশাচালক।



ওসমান ঝালকাঠি জেলার সদর থানার দেউরি গ্রামের আলকাদ হাওলাদারের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে থাকতেন।

সোমবার (২ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে আদাবর থানার ১৪ নম্বর রোডে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ঢামেক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, স্বজনরা এসে মরদেহ সনাক্ত করেছেন। ওসমান মিয়া পেশায় একজন রিকশাচালক। প্রতিদিনের মতো গতকাল রাতেও রিকশা নিয়ে বের হন। ভোর বেলা রিকশা নিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তার শরীরে মোট পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা মেরেছে, আগে কোনো শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
এজেডএস/এমআইকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।