ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।


 
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কালচো ইউনিয়নের রাজাপুর গ্রামের মজুমদার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন মজুমদার বাড়ির মনিরুল ইসলাম ও সরোয়ার হোসেনের বসতঘর, রান্নাঘর এবং একই বাড়ির গিয়াস উদ্দিন ও মানিকের রান্নাঘর পুড়ে যায়।
 
প্রত্যক্ষদর্শী সেলিম খান জানান, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর আগেই চার পরিবারের দু’টি বসতঘর ও চারটি রান্নাঘর পুড়ে যায়।  
 
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামছুল আলম বাংলানিউজকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।