সাভার (ঢাকা): সাভারে চাকরির প্রলোভনে এক নারীকে ধর্ষণ করার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওই চার আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আনোয়ার, জাকির, সুজাত এবং পলাশ।
ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে নেত্রকোনার কেন্দুয়া থানার রামনগর গ্রাম থেকে ওই নারী পোশাক কারখানায় কাজের খোঁজে সাভারে তার বোনের বাসায় আসেন। তাকে চাকরির আশ্বাস দিয়ে আনোয়ার, জাকির, সুজাত এবং পলাশ নামে চার বখাটে বাসা থেকে ডেকে একটি বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
পরে তাকে আহত অবস্থায় সাভারের পাকিজা এলাকায় ইসলামিক ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। ইতোমধ্যে চারজন আসামিকে গ্রেফতার এবং ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
এটি